মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫,
২৫ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
শিরোনাম: প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় বাবর আলীর      গাজায় নৃশংসতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ      গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ চলছে, নিহত অর্ধশতাধিক      চমকের অপেক্ষায় বাংলাদেশ       গত ১৫ বছরে অনেক চেষ্টা হয়েছে, আমি বিএনপিকে ভাঙতে দেইনি      বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি      বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা       
প্রিয় ক্যাম্পাস
ছাত্রদলের পোস্টার লাগানোর প্রতিবাদে উত্তাল ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১২:২৮ পিএম  (ভিজিটর : ১৬৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে। হলে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল হলের ভিতরে এবং বাহিরে পোস্টারিং করে। ছাত্রদলের এমন কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা।

বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে এতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দিন হল, হাজী মুহাম্মদ মু্হসীন হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা যোগ দেন। শিক্ষার্থীরা বলছে, প্রশাসনের উদ্যোগে হল থেকে ছাত্রদলের পোস্টার সরানো না হলে বিক্ষোভ আন্দোলন চলমান থাকবে।

আন্দোলনরত শিক্ষার্থী মীর মো. আসিফ বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা স্বত্তেও ছাত্রদল ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে। মূলত হলে ছাত্ররাজনীতি ঢুকানোর অপচেষ্টা করছে ছাত্রদল। আমরা এই অপচেষ্টা রোধ করতে আন্দোলন অব্যাহত রাখব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মোসাদ্দিক আলি বলেন, ‘সিন্ডিকেট কতৃক সাময়িক ভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের অধিকাংশই হলে রাজনীতি করার পক্ষে নেই। তা স্বত্তেও কীভাবে কোনো রাজনৈতিক দল হলে পোস্টার লাগতে পারে। হল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কী করে!

আন্দোলনকারীরা জানান, ‘জিয়া হলের ১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের আবাসিক শিক্ষার্থী রফিকুল ইসলাম পোস্টার ছিড়লে শিক্ষার্থীদের দেখে নিবে বলে হুমকি দেয়। শিক্ষার্থীরা হলের প্রোভোস্টের কাছে তার বহিষ্কারের দাবি জানায়। এছাড়া ছাত্রদলের নেতাকর্মীরা অনলাইন এবং অফলাইনে পোস্টারিং এর বিরোধিতা করা শিক্ষার্থীদেরকে হুমকি দেয় বলে অভিযোগ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রাত ১১টায় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আসেন। তিনি বলেন, ছাত্ররাজনীতির চুড়ান্ত কাঠামো আমরা এখনো দিতে পারিনি।

৭ই নভেম্বর নিয়ে আমাদের কারো সমস্যা নাই। ছবিতে থাকা জিয়াউর রহমান নিয়েও কারো বিতর্ক নেই। পোস্টার তুলে নিলে ব্যক্তির মর্যাদা ক্ষুন্ন হবে। শিক্ষার্থীদের শান্ত করতে চাইলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখে।

এ সময় বিক্ষোভ মিছিলে ‘পোস্টার থাকলে দেয়ালে, দুঃখ আছে কপালে’ ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ‘টু জিরো টু ফোর, ছাত্ররাজনীতি নো মোর’ ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ঢাকা বিশ্ববিদ্যালয়   ছাত্রদল   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজার গনহত্যা ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আঞ্জুমানে আশেকানে মুস্তাফার (সা.) উদ্যোগে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত
গাজায় মুসলিম হত্যা বন্ধ করতে হবে: ড. ইকবাল
কুমিল্লায় কেএফসির আউটলেটে হামলা ও ভাঙচুর
সিলেটে কেএফসি-বাটা-ইউনিমার্টে হামলা ও ভাঙচুর

সর্বাধিক পঠিত

জাতীয় নির্বাচনে নিষিদ্ধ হচ্ছে পোস্টার
অপ্রতিরোধ্য গরু পাচার
গাজায় নৃশংসতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ
খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রি, হাতেনাতে ধরলেন ইউএনও
সিলেটে কেএফসি-বাটা-ইউনিমার্টে হামলা ও ভাঙচুর

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close