কুমিল্লার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে এক
কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ চোরাচালানি পণ্য আটক করেছে কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
সোমবার (২৪ মার্চ) দুপুর ২টায় এসব তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি
সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত
অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে চৌদ্দগ্রাম
উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা
করে।
অভিযানে নোয়াপুর কাচিগাং মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ
২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করে। যার মূল্য
৫১ লাখ ৯৯ হাজার ৮৫৪ টাকা।
অন্যদিকে সোমবার ভোর সাড়ে পাঁচটায়
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের পাঁচথুবী
হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অবৈধ ১৭ হাজার
৯৭০টি বিভিন্ন প্রকার বাজি, ৫৮০টি শাড়ি, ১৩৫টি কাশ্মীরি শাল, ৫৭টি শার্ট,
৩৯৬টি গেঞ্জি এবং একটি মিনি ট্রাক আটক করে। যার মূল্য ৫৬ লাখ ৩৭ হাজার
৪৫০টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর
আলী এজাজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ
সীমান্ত এলাকা প্রহরার মাধ্যমে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব
অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালনের পাশাপাশি পেশাদারত্বের সঙ্গে যেকোনো
ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন করে আসছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ মালামাল
আটক করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
কেকে/এএস