কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির নেতার বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার এবং দুজনকে আটক করে সেনাবাহিনী।
সোমবার (২৪ মার্চ) ভোরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টিম।
এ সময় ওই বিএনপি নেতা ও তার ভাইকে আটক করে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চত করেছেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই কাকন।
ওসি জানান, সেনাবাহিনীর একটি দল আড়কান্দি গ্রামে অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
কেকে/এএস