মোরেলগঞ্জ উপজেলার নিশানবড়িয়া ইউনিয়নের সুন্দরবন চাঁদপাই রেঞ্জের অগ্নিকাণ্ড সরেজমিনে পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
সোমবার (২৪ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এ সময় বনবিভাগের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ড সংঘটিত অংশে ফায়ার লাইন দিয়ে আগুন ছড়ানো বন্ধ করা হয়েছে। তবে জোয়ারের সময় ছাড়া, পানি না পাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আছে এবং বিকালের জোয়ারে পানি পেলে আগুন নিভানো সম্ভব হবে বলে জানায় ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দরা।
সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহলফাঁড়ি থেকে ৪০০ মিটার ভিতরে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। জোয়ারে পানি উঠলে পর্যাপ্ত পানি সরবরাহ করতে পারলে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
কেকে/এএস