গভীর রাতে সংরক্ষিত বনের গাছ কেটে ভূমি জবর দখলের অভিযোগে জাবের হোসেন নামে একজনকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ।
সোমবার (২৪ মার্চ) ভোরে উপজেলার জাহাজমারা নতুন সূখচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জাবের হোসেন উপজেলার জাহাজমারা ইউনিয়নের চরহেয়ার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।
এর আগে, শুক্রবার (২১ মার্চ) বন কাটার ঘটনায় জাহাজমারা রেঞ্জের সদর বিট কর্মকর্তা বোখারী আহাম্মেদ বাদী হয়ে জাবের হোসেনসহ ৩ জনকে আসামি করে হাতিয়া থানায় বন আইনে একটি মামলা করেন। মামলায় অন্য আসামিরা হলো একই এলাকার জাবের হোসেনের ছেলে আজগর হোসেন ও মৃত নুর ইসলামের ছেলে আবুল কাশেম।
মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি গভীর রাতে জাহাজমারা হাজির গোপাটের পশ্চিম দক্ষিণ পর্শ্বে সংরক্ষিত বনের মধ্যে ইলেকট্রিক করাত ব্যবহার করে গাছ কাটছে একদল লোক। সংবাদ পেয়ে টহল টিম বনের ভেতর গিয়ে সবাইকে দেখতে পায়।
এ সময় অপরাধীদের আটক করার জন্য ঘেরাও করতে গেলে বনের ভেতরে থাকা আরো ১০-১২ জনের সংঘবদ্ধ দল বন রক্ষিদের মারতে এগিয়ে আসে। জনবল কম থাকায় টহলদলের লোকজন আত্মরক্ষার্থে লোকালয়ের দিকে চলে আসতে বাধ্য হয়।
পরদিন সকালে পুনরায় বনরক্ষীরা সরেজমিনে দেখেন যে, সংরক্ষিত বনের ৩২টি কেওড়া গাছে কেটে ১.৫০ একর বনভূমি পরিস্কার করেছে অভিযুক্তরা।
এই ঘটনায় গাছ কাটার সাথে জড়িত তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ১০ জনের নাম দিয়ে বন আইনে মামলা করা হয়। এদিকে মামলার পর সোমবার ভোরে অভিযান দিয়ে পুলিশ ১ জনকে আটক করে।
এই বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, বন আইনে করা মামলায় একজনকে আটক করা হয়েছে। তাকে কোট হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএম