আগামীর বাংলাদেশে দলের নাম কিংবা মার্কা দেখে কেউ আর ভোট দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্ত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। আগামীর বাংলাদেশে কে কেমন কাজ করেছে মানুষের জন্য, সেটাই প্রাধান্য পাবে।
সারজিস আলম বলেন, বিগত দিনে সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে যায়। আর ভোটটা পার হলেই একটা পিয়ন পদ, একটা ভিজিডি কার্ড আর একটা বয়স্ক ভাতার কার্ড, যে কাজেই তার কাছে যান না কেন তা হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, যে কাজ না করে লুটপাট করবে তাদের আর এই বাংলাদেশে জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না। এই সুযোগ আর কোনো মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রীকে দেওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছ থেকে কিছু নেন তাহলে বাকি ৫ বছরে সে আপনার রক্ত চুষে খাবে।
তিনি আরো বলেন, আমরা আপনাদের অনেকের ভাইয়ের মতো, অনেকের সন্তানের মতো, অনেকের নাতির মতো। আমরা কোনো ভুল করলে আপনারা আমাদের শুধরে দেবেন। আমরা আপনাদের সেই কথাগুলো শুনতে সব সময় প্রস্তুত। কিন্তু আপনারা এইটুকু নিশ্চিত করবেন, এখন থেকে আর কোনো দলের, কোনো মার্কার অন্ধ ভক্ত হবো না।
দল বা মার্কার ওপর অন্ধ বিশ্বাস স্থাপন না করে সবাইকে কাজগুলোর ওপর নজর দিয়ে দল ও প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান তিনি।
এর আগে, তিনি ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর এয়ারপোর্টে নেমে সড়ক পথে পঞ্চগড়ে পৌঁছে জেলার ৫ উপজেলার উদ্দেশ্যে পথসভা শুরু করেন। মানুষদের বিভিন্ন মতামত নেওয়ার চেষ্টাও করেন তিনি।
সারজিস আলম এনসিপির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আগমন করায় তাকে সংবর্ধনা দিয়েছেন—ছাত্রজনতা, সাধারণ মানুষসহ জাতীয় নাগরিক পাটির নেতাকর্মীরা। এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক গাড়ি নিয়ে সমর্থকরা সারজিসকে বরণ করেন।
কেকে/এএম