চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬শ পিচ ইয়াবাসহ মো. সোহাগ(৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সাতকানিয়া থানার এস আই মং থোয়াই হ্লা চাক তার ফোর্স নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট সংলগ্ন খুনি বটতল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৬শ পিচ ইয়াবা মাদক পাওয়া যায়। যার ওজন ৫৭ গ্রাম।
গ্রেফতারকৃত মো. সোহাগের(৩৮) বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াছবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়নল এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সাতকানিয়া থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো অবস্থাতেই মাদকের বিষয়ে শৈথিল্য প্রদর্শণ করা হবে না।
কেকে/এজে