নীলফামারীর কিশোরগঞ্জে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে ২৬ হাজার ২০৭ জন অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পেল ভিজিএফ চাল।
সোমবার (২৪ মার্চ) থেকে এসব চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউপি।
প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্র কাযার্লয় সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ৯টি ইউনিয়নে অসহায়, দুস্থ ও হতদরিদ্র ২৬ হাজার ২০৭টি পরিবারের জন্য ২৬২.০৭০ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ দেয় সরকার।
সরেজমিনে দেখা যায়, কিশোরগঞ্জ সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। সুবিধাভোগীরা এসব চাল পেয়ে খুসি মনে বাড়িতে ফিরছে। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লতিফুর রহমান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, তদারকি কর্মকর্তা, ইউপি সদস্য, গণ্যমান ব্যক্তিবর্গ।
কেকে/এজে