বান্দরবানে অগ্নিকাণ্ডে ছয়টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৪ মার্চ ) রাত ৯টার দিকে বান্দরবান সদরের সিএমবি কলোনির স্টাফ কোয়াটারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের শুরুর পর আগুনের তাপদাহ দ্রুত ছড়িয়ে পড়ে এবং ছয়টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া পর বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও স্থানীয়দের ধারণামতে অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, ২টি ঘরে কেউ না থাকার সুযোগে পরিকল্পিতভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বত্তরা।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আব্দুর রউফ জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়া মাত্র আমাদের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এই বিষয়ে পরবর্তী বিস্তারিত জানা যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সান্তনা প্রদানের পাশাপাশি তাদের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
প্রসঙ্গত: এর আগে গত শুক্রবার (২১ মার্চ) একই এলাকাতে অগ্নিকাণ্ডে চারটি বসত ঘর পুড়ে যায় আর এ সময় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
কেকে/এআর