কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে দেওয়ান পরিবারের সদস্যরা তাদের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে দেওয়ান পরিবারের পক্ষে বিশিষ্ট বাউল ও পালাগায়ক আরিফ দেওয়ান বলেন, “দেওয়ান পরিবারের খ্যাতি দেশব্যাপী বাউল ও পালাগানের প্রচার-প্রসারে অবিস্মরণীয়। আমাদের পূর্বপুরুষ সুফিসাধক হযরত দেওয়ান আলেপচান শাহ (আলফু দেওয়ান) এই ধারার সূচনা করেন, যা তার উত্তরসূরিরা গৌরবের সঙ্গে বহন করে চলেছেন।”
তিনি অভিযোগ করেন, গত ১৩ মার্চ ঢাকার মিরপুরস্থ বাউল সমিতি কার্যালয়ে লতিফ সরকার, ছোট আবুল সরকার, মালেক সরকার ও রুমা সরকারসহ একদল ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়ান পরিবারের বিরুদ্ধে অপমানজনক ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করেন। এই বক্তব্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন, যা দেওয়ান পরিবারের ভাবমূর্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।
সংবাদ সম্মেলনে দেওয়ান পরিবারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাকির দেওয়ান, কাজল দেওয়ান, আজাদ দেওয়ান, কাঞ্চন দেওয়ান, নয়ন দেওয়ানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
কেকে/এআর