রংপুর র্যাব-১৩, সিপিএসসি অভিযান চালিয়ে দীর্ঘদিন থেকে পলাতক মিঠাপুকুর থানার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি জয় চন্দ্র বর্মণকে গ্রেফতার করেছে।
সোমবার (২৪-মার্চ) দুপুর আনুমানিক ২টার সময় অভিযুক্ত জয় চন্দ্র বর্মণকে দিনাজপুর জেলার খানসামা থানাধীন এলাকা হতে আটক করে র্যাব ১৩। নাবালিকাকে ধর্ষণের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, অভিযুক্ত জয় চন্দ্র বর্মণ।
অতিরিক্ত পুলিশ সুপার,আবুল হাসান, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) র্যাব-১৩, অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত জয় চন্দ্র বর্মণ (২৬), মিঠাপুকুর থানাধীন ১৪নং দুগাপুর ইউনিয়নের চিথলী মধ্যপাড়ায় একই গ্রামের নাবালিকা এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রেমের প্রলোভণে তাকে ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করেন।
ঘটনার দিন গত বছরের (৬ নভেম্বর) রাত্রী আনুমানিক ১১টায়, অভিযুক্ত জয় চন্দ্র বর্মণ, নাবালিকাকে কৌশলে বাড়ির পাশে সুপারি বাগানে ডেকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় নাবালিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক জয় চন্দ্র বর্মণ পালিয়ে যায়।
নাবালিকাকে ধর্ষণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ-সংক্রান্তে নাবালিকার বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় অভিযুক্তকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে বিষয়টি র্যাব-১৩, রংপুর, সিপিএসসি ক্যাম্পের নজরে আসে। আসাসি গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা তৎপরতা শুরু হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান দিনাজপুর জেলার খানসামা থানা এলাকায় নিশ্চিত হওয়ার পর র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আসামি জয় চন্দ্র বর্মণ (২৬) কে দিনাজপুর জেলার খানসামা ধানাধীন টিটিসি নামক এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি জয় চন্দ্র বর্মণকে, মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, ভবিষ্যতে বিভিন্ন অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান চলমান থাকবে।
কেকে/এএস