বুধবার, ২৬ মার্চ ২০২৫,
১২ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ২৬ মার্চ ২০২৫
শিরোনাম: মাঠজুড়ে খেললেন হামজা, জয়ের আফসোস নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ      শতাধিক গাড়ির শোডাউন, সারজিসের ব্যাখ্যা চাইলেন ডা. তাসনিম জারা      শেখ হাসিনা পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন      ‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন আবেদন      মৃত্যুর দুয়ার থেকে ফিরে তামিমের ফেসবুক পোস্ট      ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ      ওয়াসিম হত্যা: ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি      
খেলাধুলা
তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২:১০ পিএম আপডেট: ২৫.০৩.২০২৫ ৩:২৮ পিএম  (ভিজিটর : ৮৫)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খেলা চলাকালীন সময়ে হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ তামিম ইকবালকে দেখতে সাভারের ফজিলাতুন্নেছা মুজিব স্পেশালাইজড হাসপাতালে গেছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর একটার দিকে তারা হাসপাতালে গিয়েছেন বলে নিশ্চিত করেছে সেখানে থাকা বিসিবির একটি সূত্র।

একপ্রকার 'মৃত্যুর দুয়ার' থেকে ফিরে এসেছেন তামিম। তবে দেশসেরা ওপেনারকে নিয়ে এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। তামিমের জন্য প্রার্থনায় স্বজন, ভক্ত-সমর্থক থেকে শুরু করে গোটা দেশের মানুষ। দীর্ঘ সময় একসঙ্গে বাইশগজে দেশের প্রতিনিধিত্ব করা সতীর্থের জন্য দোয়া চেয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন টাইগার অলরাউন্ডার সাকিবও।

সোমবার (২৪ মার্চ) রাতে ফেসবুকে এক পোস্টে সাকিব লিখেছেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।”

তামিমের সুস্থতা কামনা করে সাকিব আরো লিখেছেন, “তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’ “তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।”- যোগ করেন সাকিব।

এর আগে গতকাল সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথায় কাতরাতে থাকেন তামিম। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থ হন, আবার ফিরে এসে হেলিকপ্টারে করে ঢাকায় যাওয়ার চেষ্টা হয়। তবে তখন আরও অসুস্থ হয়ে যান তিনি, এক সময় হয়ে পড়েন অচেতন।

দ্রুততার সঙ্গে ফের তাকে কেপিজে হাসপাতালে নেওয়া হয়, রাস্তায় দেওয়া হয় সিপিআর। গুরুতর অবস্থায় তার হার্টে এনিজিগ্রাম করে ব্লক ধরা পড়লে পরানো হয় স্টেন্ট। সর্বশেষ জানা যায়, কিছুটা উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তাও হয়েছে। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। আরও ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন কর্তব্যরত চিকিৎসকরা।
   
এদিকে হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান সাংবাদিকদের জানিয়েছেন, 'একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি (তামিম) ছিলেন। পুরোপুরি না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছি আমরা। উনি এখন সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। সবার সঙ্গে কথা বলছেন। আমরা খুব সুন্দরভাবে উনাকে ছেড়ে দিতে পারব। কখন ছেড়ে দেব এটা উনাদের পারিবারিক সিদ্ধান্ত।'

এখন তামিম ইকবালের কিছু পরীক্ষা করানো হবে। এরপর সবকিছু ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য আজই সন্ধ্যা বা রাতে তাকে ঢাকায় স্থানান্তরিত করা হবে। এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হবে তাকে। যদিও আপাতত মাঠে ফেরা হচ্ছে না তামিম ইকবালের। চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে পরের তিন মাস পর্যবেক্ষণে থাকবেন তিনি।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  তামিম ইকবাল   সাকিব আল হাসান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শহিদ আবু সাঈদের ভাস্কর্য চান না তার পরিবার
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা
নীলফামারীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ধর্ষণের শিকার স্কুলশিক্ষার্থী, মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে

সর্বাধিক পঠিত

সোহেল হত্যার হুকুম দাতা ভাইরাল রনি গ্রেফতার
মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি
ফুলবাড়ীতে অজ্ঞাত লাশের সন্ধান
গাজীপুরের পূবাইলে বিদেশি মদসহ গ্রেফতার ২
গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন কর্মকর্তা-কর্মচারীরা

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close