গাজীপুরের কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গরবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এতে বক্তব্য রাখেন উপজেলা কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টারসহ অন্যরা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসনিম ঊর্মি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের ন্যাশনাল জুটমিলের কোণে অবস্থিত শহিদ স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কেকে/এএস