গাজীপুরের কালীগঞ্জে ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে পরিষদ চত্বরে কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৫ কেজি ব্রিধান-৪৮ ও ব্রিধান-৯৮ জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস