প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৯:৩৩ এএম (ভিজিটর : ১৩৫)
আসন্ন পবিত্র রমজান মাসে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
বুধবার (৬ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে অধিদফতর সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক পরিপত্রে এ রুটিন প্রকাশ করা হয়েছে।
এর আগে পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়।