মৌলভীবাজার শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১ হাজার ২শ সুবিধাবঞ্চিত গরিব-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক উপহার বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ভানুগাছ রোডের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাজন মিয়া এবং শ্রীমঙ্গল নাগরিক পরিষদের সিনিয়র সহসভাপতি মোসাব্বির আল মাসুদ।
কেকে/এএস