বগুড়ার শেরপুরে আমেনা বেগম (২৭) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জয়লা আলাদি গ্রামের ওসমান আলীর স্ত্রী ও সুঘাট ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
প্রতিবেশীরা জানান, বাড়ির বাহিরে আমেনাসহ আমরা সবাই গল্প করছিলাম। দুপুর ২টার দিকে বাড়ির ভিতরে আমেনার শাশুড়ি গিয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে বাড়ির ভিতরে গিয়ে দেখি আমেনা বেগম তার নিজঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছে।
নিহতের আত্মীয় শাপলা খাতুন বলেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে আমেনা বেগমের প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সে আত্মত্যা করেছে না কি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে সেটা দেখার বিষয়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেকে/এএস