মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁ গ্রামে আগামী ঈদুল ফিতরের পর দিন থেকে একটি বানিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিলো। ওই বানিজ্য মেলার নামে এলাকায় বেহায়াপনা পরিবেশ সৃষ্টির আশংকায় মেলাটি বন্ধের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও তৌহিদী জনতা।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৩ টায় বাইশগাঁ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল বারী, ইসলামি আন্দোলনের নেতা ডা. মাহবুবুর রহমান, বাইশগাঁ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোহাম্মদ উল্লাহ ভেন্ডার, সেক্রেটারি শরিফুল ইসলাম ভূঁইয়াসহ এলাকার ১৪ টি মসজিদের ইমাম, মসজিদ কমিটি, ইদগাহ কমিটি, বাজার কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার তৌহিদী জনতা অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাইশগাঁ অঞ্চলটি হলো ইসলামপ্রিয় তৌহিদী জনতার আবাসস্থল। এ এলাকায় ইসলাম বিদ্বেষী কোন কর্মকাণ্ড পরিচালনা করলে আমরা তা রুখে দিতে বদ্ধ পরিকর।
বক্তারা আরো বলেন, ঈদুল ফিতরের পর দিন থেকে বাইশগাঁ এলাকায় বাণিজ্য মেলার নামে একটি মেলার নামে বেহায়াপনা পরিবেশ সৃষ্টির জন্য একটি মহল অপতৎপরতা শুরু করেছে। আমরা এমন মেলা কোন অবস্থাতেই হতে দিবোনা।
পরে তারা মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর মেলাটি বন্ধের জন্য একটি আবেদন জমা দিয়েছেন।
কেকে/ এমএস