বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪,
২৩ কার্তিক ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
শিরোনাম: ছাত্র-শিক্ষক সমাজ চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছে: প্রধান উপদেষ্টা      ঢাবিতে ব্যানার-ফেস্টুন সাঁটানোর ঘটনা দুঃখজনক বললেন ছাত্রদলের সভাপতি      আদালতে আমুর আইনজীবীকে মারধর      জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ      ভাগ্য খুলতে পারে ২৭তম বিসিএসে বাদ পড়া ১১৩৭ জনের      ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন রেজানুর রহমান      সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ      
গ্রামবাংলা
বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য বিশেষ ছাড় ঘোষণা
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২:২৯ পিএম  (ভিজিটর : ১৯)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে পর্যটন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আয়োজনে স্থানীয় একটি হোটেলের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ছাড়ের ঘোষনা দেয় বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্ধয় পরিষদের নেতৃবৃন্দরা।

এসময় ৭ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর বান্দরবান ভ্রমণে  পর্যটকদের জেলার সব আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে ২৫ শতাংশ, রেস্টুরেন্টে ১০ শতাংশ এবং পর্যটকবাহী জিপ, মাহিন্দ্র ও সিএনজি চালিত টেক্সিগুলোতে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এসময় বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা বলেন, বান্দরবানে প্রতিদিনই প্রচুর পর্যটকের আগমন ঘটে আর তাই তাদের বিনোদনে আরো নতুনমাত্রা যোগ করতে ছাড়ের ঘোষণা দেওয়া হলো। সেইসঙ্গে পর্যটনকেন্দ্রগুলো ও সব আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টসহ সর্বক্ষেত্রে আরো নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনসহ সব পর্যটন ব্যবসায়ীরা সচেষ্ট রয়েছে। এসময় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দ্রুত সময়ে বান্দরবানে বন্ধ থাকা তিনটি উপজেলায় (রুমা, থানচি ও রোয়াংছড়ি) দ্রুত নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলম, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের বান্দরবান ভ্রমণে বিরত থাকার নিদের্শনা দেন জেলা প্রশাসক। এক মাস পর ৬ নভেম্বর দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭ নভেম্বর থেকে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেয় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এর পরপরই পর্যটকদের নানা ছাড়ের ঘোষণা দেয় পর্যটন ব্যবসায়ীরা।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   পর্যটন খাত   বিশেষ ছাড়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাধা পেরিয়ে সফল উদ্যোক্তা দিলরুবা
জিয়ার সমাধিতে ফুল দিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
পীরগাছায় ৮ কেজি গাঁজাসহ দুইজন আটক
ছাত্র-শিক্ষক সমাজ চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছে: প্রধান উপদেষ্টা
ঢাবিতে ব্যানার-ফেস্টুন সাঁটানোর ঘটনা দুঃখজনক বললেন ছাত্রদলের সভাপতি

সর্বাধিক পঠিত

নীলফামারীতে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আনন্দ র‌্যালি
সালথায় তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
নড়াইল জেলা জমিয়তের দায়িত্বে মুফতী তালহা-শহীদুল
ছাত্রলীগ সভাপতিকে নিয়ে টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝