গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নেয়ামুল (২২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো চারজন।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৭:৩০ দিকে নোয়াপাড়া–দালান বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেয়ামুল জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও এলাকার আলমগীরের ছেলে। তিনি সৌদি প্রবাসী।
আহতরা হলো, নাদিয়া ১৮, মাশফিক ১২, রিয়াদ ১৯, আল আমিন ২০।
কালীগঞ্জ থানার এ এস আই অপুর্ব খোলা কাগজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নেয়ামুল তার বোন ও মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নোয়াপাড়া সড়ক ধরে দালান বাজারের দিকে যাচ্ছিলেন। দালান বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রিয়াদ ও আল আমিনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নেয়ামুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কেকে/ এমএস