শুক্রবার, ২৮ মার্চ ২০২৫,
১৪ চৈত্র ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
শিরোনাম: মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়লো      পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি      ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা      জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড      রোহিঙ্গা ইস্যুতে এশিয়ান নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার      রাজশাহীর মাউশি অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্য      স্বাধীনতা দিবসে বাংলাদেশ ও প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের শুভেচ্ছা       
জাতীয়
আজ মহান স্বাধীনতা দিবস
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:৩৩ এএম  (ভিজিটর : ৪০)
ফাইল ছবি

ফাইল ছবি

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ পরাধীনতার শৃঙ্খল ভেঙে অর্জন করে মহান স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ  পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর যখন ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের বর্বরোচিত হত্যাযজ্ঞ ও তাণ্ডব চালায়, সেদিন থেকে স্বাধীনতা শব্দটি বাঙালির হয়ে যায়। এ বছর দেশ ৫৫ বছরে পদার্পণ করল। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে।  

এদিকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গনকে ধুয়ে মুছে নতুন রূপ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া ওয়াচ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পুরো এলাকা।

জেলা ও উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে। আজ সরকারি ছুটি থাকবে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা বাণী দিয়েছেন। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করবে। ইলেকট্রনিক মিডিয়াসমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা; সাংস্কৃতিক অনুষ্ঠান; শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা; মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন এবং জেলা ও উপজেলা পর্যায়ে ফুটবল, টি-টুয়েন্টি ক্রিকেট, কাবাডি, হাডুডু ইত্যাদি খেলার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে। দেশের সব হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

দেশের সব শিশুপার্ক ও জাদুঘরসমূহ  উন্মুক্ত রাখা হবে এবং বিনা টিকিটে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে। চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দর এবং ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা, বরিশাল ও চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজসমূহ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  গণহত্যা   স্বাধীনতা দিবস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হলেন আজমল হোসেন লেবু
জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই: চন্দন
পাহাড় কাটতে গিয়ে যন্ত্রপাতি জব্দ
খান মুহাম্মদ রুমেলের লেখায় মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের ‘উধাও’
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন

সর্বাধিক পঠিত

টাঙ্গাইলে ঈদে যানজট নিরসনে সেনাবাহিনীর কঠোর অবস্থান
লালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের
চাচা-ভাতিজাকে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন
শহিদ পরিবারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈদ উপহার বিতরণ
টানা ৯ দিন ছুটির কবলে দর্শনা রেলবন্দর

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close