শনিবার, ২৯ মার্চ ২০২৫,
১৫ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ২৯ মার্চ ২০২৫
শিরোনাম: রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে ছিনতাই      ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি      আজ পবিত্র জুমাতুল বিদা      ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪০, লেবাননে ৬       চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক       মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়লো      
গ্রামবাংলা
শরীয়তপুর ভেদরগঞ্জে মধ্যবয়সী নারীকে কুপিয়ে হত্যা
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১:০৪ পিএম  (ভিজিটর : ৭৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৪) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় তাঁর সঙ্গে থানা ২ থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বারই জঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে৷ 

নিহত মুক্তা বেগম ওই গ্রামের মান্নান গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ  উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বারই জঙ্গল গ্রামের মান্নান বেপারী দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসে থাকার পর প্রায় দুই বছর যাবৎ বাড়িতে আছেন। তার ছেলে মালেয়েশিয়া ও মেয়ে ঢাকায় থাকেন। মঙ্গলবার রাতে মান্নান গাজী তারাবি নামাজ পড়া শেষে রাত সাড়ে ৯টা দিকে বাড়ি এসে কানছেঁড়া, দাঁত উপরানো,  গলাকাটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহত অবস্থায় তার স্ত্রীকে খাটের ওপর দেখতে পান। এসময় তার ডাক চিৎকারে আশপাশের মানুষ আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করেন। পরে বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এদিকে, চাঞ্চল্যকর এই  ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

এ ব্যাপারে নিহতদের স্বামী মান্নান গাজী বলেন, এশার নামাজের আজান দিলে আমি বাড়ির গেট বন্ধ করে নামাজ পড়তে যাই। পরে এসে দেখি গেট ভিতর থেকে আটকানো। পরে ঘরে ঢুকে দেখি খাটের ওপর আমার স্ত্রীর গলাকাটা লাশ পড়ে আছে। ধারালো অস্ত্র দিয়ে কোপানো। হত্যাকারীরা আমার স্ত্রীর কান ছিঁড়ে কানের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইনসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই। 

এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে, ৩/৪ জনের এক দল ডাকাত এ ঘটনা ঘটাতে পারে। তবে, কেউ আক্রোশমূলক বা অপ্রকৃতিস্থ ব্যক্তি এমন নির্মমভাবে এ ঘটনা ঘটনাতে পারে। তবে, এই পরিবারের সাথে কারো শত্রুতা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ তদন্ত উদঘাটন ও দোষীদের গ্রেফতার করতে কাজ করছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর   ভেদরগঞ্জ   কুপিয়ে হত্যা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শিবপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ৩ ভাইয়ের মৃত্যু
হাসিনার পতনের পর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে: পাপ্পু সরকার
সাদুল্লাপুরে ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১
ফুলবাড়ীতে পত্রিকা হকারদের মাঝে ঈদ উপহার বিতরণ

সর্বাধিক পঠিত

একাত্তরের ন্যায় ২৪ যোদ্ধারাও পাবে সকল সুবিধা: সেগুন
অন্তবর্তী সরকার ষড়যন্ত্রকে উপেক্ষা করে নির্বাচন দিতে বাধ্য: সামসুদ্দিন ঝুনু
সিলেটে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১৭ জন গ্রেফতার
নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ট্রাক জব্দ
সোনাগাজীতে ভাড়াটিয়া কর্তৃক মালিক পক্ষকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close