সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম: রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার      রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা বাড়ালো ইসি      দুদক দুর্নীতি করে এটা মোটেও উড়িয়ে দেওয়া যায় না      প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান      ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ      ৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম      শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ      
প্রিয় ক্যাম্পাস
বৈশ্বিক স্বাস্থ্য প্রযুক্তি প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে শাবিপ্রবির ‘সাইনটক’
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১:৪১ পিএম  (ভিজিটর : ২৫৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিশ্বের তরুণ স্বাস্থ্য প্রযুক্তি উদ্ভাবকদের নিয়ে আয়োজিত ‘রাইসথ্রিসিক্সটি গ্লোবাল হেলথ টেকনোলোজিজ ডিজাইন’ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ‘সাইনটক’। আগামী ১০ ও ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের হিউস্টনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

জানা যায়, ‘রাইসথ্রিসিক্সটি গ্লোবাল হেলথ টেকনোলোজিজ ডিজাইন’ মূলত স্বাস্থ্য প্রযুক্তি বিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শত শত আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত ২৪টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় তরুণ উদ্ভাবকেরা নিজেদের তৈরি স্বাস্থ্য প্রযুক্তির সমাধান উপস্থাপন করবেন, যা উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য সমস্যা সমাধানে সহায়তা করবে। প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় গবেষক ও উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময় করতে পারবেন।

দেশের একমাত্র দল হিসেবে বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শাবিপ্রবির ‘সাইনটক’। দলটি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত। তারা হলেন গণিত বিভাগের সুস্মিতা জাহান সুফতি ও মাহবুব আহমেদ চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের রুদ্র সরকার এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ইরফান নাফিজ শাহান।

দলের সদস্যরা জানান, ‘সাইনটক’ মূলত একটি অ্যাসিস্টিভ টেকনোলজি প্রকল্প। এর অধীনে একটি স্মার্ট গ্লাভস তৈরি করা হয়েছে, যা মূক ও বধির মানুষের জীবনযাত্রা সহজ করতে সহায়তা করবে। স্মার্ট গ্লাভসটি মেশিন লার্নিং, আইওটি এবং সেন্সর প্রযুক্তি ব্যবহার করে রিয়েল-টাইমে সাইন ল্যাঙ্গুয়েজকে কথায় রূপান্তর করতে সক্ষম। এটি বিভিন্ন ভাষা ও অঞ্চলের মানুষের জন্য সহজেই ব্যবহারযোগ্য হবে।

দলের সদস্য সুস্মিতা জাহান সুফতি বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে আমরা আগামী ৮ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে চাচ্ছি। তবে সিলেট থেকে হিউস্টনের যাতায়াত ব্যয় আমাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি আর্থিক সহায়তা পায় তাহলে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের উদ্ভাবন খাতকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের সফলতা বিশ্ববিদ্যালয়ের সুনামকে বৃদ্ধি করবে। তাদের আর্থিক সংকটের বিষয়ে আবেদনের প্রেক্ষিতে আমি সংশ্লিষ্টদের জানাব এ বিষয়ে সহযোগিতা করার জন্য।’

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বৈশ্বিক স্বাস্থ্য প্রযুক্তি   প্রতিনিধিত্ব   শাবিপ্রবি   সাইনটক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গজারিয়ায় পানিতে পড়ে নৌযান শ্রমিক নিখোঁজ
নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে আইওএম’র উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সভা
রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার
‘আর একবার যদি ছেলের মুখে মা ডাকটা শুনতে পারতাম’

সর্বাধিক পঠিত

পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার
এনসিপির হাত ধরে আ.লীগের পুনর্বাসন
‘আর একবার যদি ছেলের মুখে মা ডাকটা শুনতে পারতাম’

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close