সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে এ পুস্পস্তবক অর্পন করা হয়।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণে রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহেন মাহবুব, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন, ভর্তি ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক জামাল হোসেইন, হিসাব বিভাগের ইউনুস হোসেনসহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস