মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেছে।
বুধবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসন, বিএনপি, চেম্বার অব কমার্স ও খেলাঘরের পক্ষ থেকে চাষাড়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও পতাকা মিছিল করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে বাধাহিনভাবে কর্মসূচি পালন করতে দেখা যায়। অন্যান্য বছরগুলোতে এসব জাতীয় বা দলীয় কোন দিবসই তারা শঙ্কা বা বাধাহীনভাবে পালন করতে পারেনি বলে জানান দলীয় নেতাকর্মীরা। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা চাষাড়া বিজয় স্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন।
এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, গত পনেরো বছর ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে আমরা গণতন্ত্র এবং প্রকৃত স্বাধীনতার সুফল জনগণকে পৌঁছে দিতে আন্দোলন-সংগ্রাম করেছি। পৃথীবিতে অনেক ফ্যাসিবাদি দল তাদের ফ্যাসিবাদি কর্মকান্ডের কারণে বিলুপ্ত হয়েছে। যারা নিজেদেরকে স্বাধীনতার তথাকথিত ধারক-বাহক মনে করতো এই স্বাধীনতা দিবসে তাদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে নাই। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যারাই ফ্যাসিবাদি হয়ে উঠবে তাদেরকেই ইতিহাসের কাঠগড়ায় দাড়াতে হবে।
এসময় নারাণয়গঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হবার পর একটি মুক্ত পরিবেশে দীর্ঘদিন পরে আজকে স্বাধীনতা দিবস পালন করছে বিএনপি। চব্বিশের পট পরিবর্তনের পরে আমরা তথা এদেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখেছে এই বাংলাদেশকে একটি কার্যকর উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান করে দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল কাজ করছে।
জেলা বিএনপির এই কর্মসূচিতে এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শহীদুল ইসলাম টিটু, রহিমা শরীফ মায়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীর আমলাপাড়া এলাকার হোসিয়ারি সমিতির সামনে থেকে একটি মিছিল বের হয়। পরে চাষাড়া বিজয় স্তম্ভে শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এছাড়া নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দরা মহান স্বাধীনতা দিবস উলপক্ষে শহিদদের স্মরণে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা নিয়ে মিছিল করা হয়। মিছিলটি নগরীর চাষাড়া শহিদ মিনার থেকে শুরু হয়ে দুই নং রেল গেটে গিয়ে শেষ হয়।
কেকে/ এমএস