শনিবার, ২৯ মার্চ ২০২৫,
১৫ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ২৯ মার্চ ২০২৫
শিরোনাম: অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে ছিনতাই      ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি      আজ পবিত্র জুমাতুল বিদা      ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪০, লেবাননে ৬       
গ্রামবাংলা
নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে স্বাধীনতা দিবস পালন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:০১ পিএম  (ভিজিটর : ৭৫)
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির র‌্যালি। ছবি : প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির র‌্যালি। ছবি : প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেছে। 

বুধবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসন, বিএনপি, চেম্বার অব কমার্স ও খেলাঘরের পক্ষ থেকে চাষাড়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও পতাকা মিছিল করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে বাধাহিনভাবে কর্মসূচি পালন করতে দেখা যায়। অন্যান্য বছরগুলোতে এসব জাতীয় বা দলীয় কোন দিবসই তারা শঙ্কা বা বাধাহীনভাবে পালন করতে পারেনি বলে জানান দলীয় নেতাকর্মীরা। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা চাষাড়া বিজয় স্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন।

এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, গত পনেরো বছর ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে আমরা গণতন্ত্র এবং প্রকৃত স্বাধীনতার সুফল জনগণকে পৌঁছে দিতে আন্দোলন-সংগ্রাম করেছি। পৃথীবিতে অনেক ফ্যাসিবাদি দল তাদের ফ্যাসিবাদি কর্মকান্ডের কারণে বিলুপ্ত হয়েছে। যারা নিজেদেরকে স্বাধীনতার তথাকথিত ধারক-বাহক মনে করতো এই স্বাধীনতা দিবসে তাদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে নাই। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যারাই ফ্যাসিবাদি হয়ে উঠবে তাদেরকেই ইতিহাসের কাঠগড়ায় দাড়াতে হবে।

এসময় নারাণয়গঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হবার পর একটি মুক্ত পরিবেশে দীর্ঘদিন পরে আজকে স্বাধীনতা দিবস পালন করছে বিএনপি। চব্বিশের পট পরিবর্তনের পরে আমরা তথা এদেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখেছে এই বাংলাদেশকে একটি কার্যকর উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান করে দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল কাজ করছে। 

জেলা বিএনপির এই কর্মসূচিতে এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শহীদুল ইসলাম টিটু, রহিমা শরীফ মায়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীর আমলাপাড়া এলাকার হোসিয়ারি সমিতির সামনে থেকে একটি মিছিল বের হয়। পরে চাষাড়া বিজয় স্তম্ভে শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এছাড়া নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দরা মহান স্বাধীনতা দিবস উলপক্ষে শহিদদের স্মরণে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা নিয়ে মিছিল করা হয়। মিছিলটি নগরীর চাষাড়া শহিদ মিনার থেকে শুরু হয়ে দুই নং রেল গেটে গিয়ে শেষ হয়। 

কেকে/ এমএস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টাকা খরচ করে ফেলায় মাকে নির্যাতনের অভিযোগ ছেলে ও পুত্রবধূ বিরুদ্ধে
স্বামীর বকুনিতে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকের বিষপান
সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
জামালপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সর্বাধিক পঠিত

অন্তবর্তী সরকার ষড়যন্ত্রকে উপেক্ষা করে নির্বাচন দিতে বাধ্য: সামসুদ্দিন ঝুনু
সিলেটে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১৭ জন গ্রেফতার
শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-২: ফাইনাল মহারণ ৫ এপ্রিল
সোনাগাজীতে ভাড়াটিয়া কর্তৃক মালিক পক্ষকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
আগের মতোই চলছে চাঁদাবাজি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close