রাজনৈতিক দলের কর্মসূচি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ছাত্রদলের ব্যানার-ফেস্টুন সাঁটানোর ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির বিষয়ে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য নেই। তবে সব ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার অধিকার রয়েছে। গতানুগতিক ধারায় বিশ্ববিদ্যালয়ে আমাদের কর্মসূচি থাকলেও হল পর্যায়ে ছিল না। হল পর্যায়ে এ ধরনের কর্মসূচি থাকবে না৷ আমরা গতানুগতিক ধারার রাজনীতি থেকে বের হয়ে এসেছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়াকে শ্রদ্ধা করি।
তিনি আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের গোপন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের কেউ যাতে বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি ও তাদের এজেন্ডা বাস্তবায়ন না করতে পারে সে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন। এছাড়াও সামান্য ইস্যুতে সাধারণ শিক্ষার্থীরা যেন বিরূপ প্রতিক্রিয়া না দেখায়, সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ রইলো।
গতকাল বুধবার রাতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পোস্টার সাঁটানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। তাদের দাবি আবারও ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
কেকে/এমআই