শেরপুরের নালিতাবাড়ীতে সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন উপজেলার তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
দিবসটি উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা, কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদানের আয়োজন করা হয়। সে সূর্যোদয়ের সাথে সাথে শহিদ বেদীতে উপজেলা প্রশাসন ফুল দিয়ে দিবসটির যাত্রা শুরু করেন। এর পর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, থানা, বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধাদের সন্তানসহ সর্বস্তরের জনগণ।
কেকে/এজে