লালমনিরহাট আদিতমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুত্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মানিক, কৃষি অফিসার ওমর ফারুক, ওসি তদন্ত দেবব্রত রায়, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন, যুব অধিকার পরিষদের সভাপতি মামুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা। এরপর উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার বীর মুক্তিযোদ্ধাদের রজনী গন্ধা ফুলের স্টিকার দ্বারা সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
কেকে/এজে