ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, স্বাধীনতার সুফল কোনভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
বুধবার (২৬ মার্চ) দুপুর ২ টায় রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত “৭১ থেকে ২৪ অগণিত প্রাণের বিনিময়ে প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের মাধ্যমে দেশের শান্তি-শৃংঙ্খলা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ুক, এটা কোন বিবেকবান মানুষই চায় না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনভাবেই প্রিভিলাইজড পাবে না। এরপরও যারা আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আনতে চায়, তারা আর কিছু হোক না হোক দেশপ্রেমিক না। তারা বাংলাদেশে থাকলেও তাদের নাটাই দিল্লিতে।
ফজলে বারী মাসউদ বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইট’স ওকে। চাইতেই পারে। তার আগে তাদেরকে বিগত ১৬ বছরে যে পরিমাণ অর্থ বিদেশে প্রাচার করেছে, তা ফেরত দিতে হবে, আয়নাঘরের মাধ্যমে জীবন ও সম্পদের যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা ফেরত দিতে হবে। ২৪ এর অভ্যুত্থানে যে প্রাণহানি হয়েছে তা ফেরত দিতে হবে। এগুলো যদি ফেরত দিতে না পারে, তাহলে আওয়ামী লীগ বা তাদের দোসররা যেন আওয়ামী পুনর্বাসনের কথা না বলে।
ঢাকা মহানগর উত্তরের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব সোলাইমানের সভাপতিত্বে সহপ্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মুফতী মো. মাছউদুর রহমান, মুফতী হাবিবুল্লাহ, আবদুস সালাম, মো. ওয়ালিুল্লাহ প্রমুখ।
কেকে/এজে