লাকসাম-মনোহরগঞ্জের বিশিষ্ট নাগরিকদের সম্মানে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) লাকসাম সুরক্ষা সিটির অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম।
তিনি বলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ জানান। সকল শ্রেণি-পেশার মানুষদের উপস্থিতিতে এতো সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অধ্যাপক রেজাউল করিম বলেন, লাকসাম মনোহরগঞ্জ উপজেলা হলো একই মায়ের দুটি সন্তান। তাই সম্প্রীতির লাকসাম-মনোহরগঞ্জ গড়তে সকলকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও আয়োজনের সহযোগী সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টুর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন- লাকসাম থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, লাকসামের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, লাকসাম উপজেলা বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ খসরু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মুনসুর, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, ট্রাস্ট পাঞ্জাবি ফ্যাশনের স্বত্বাধিকারী শওকত হোসেন বিপ্লব, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহসভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, লাকসাম উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাহী, লাকসাম পৌরসভা মিনহাজ প্রমুখ।
বিশিষ্ট সমাজ সেবক আবু বকর জাহিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট নাগরিক। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।
কেকে/এজে