শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক আলমগীর কবির মিথুনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, শহর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলনের সভাপতি আবু বকর এবং সহসভাপতি এমপি প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসসহ বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ।
কেকে/এজে