রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ      এনসিপির হাত ধরে আ.লীগের পুনর্বাসন      গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       
রাজনীতি
স্বাধীনতার গৌরবকে আড়াল করে বাংলাদেশ এগোতে পারবে না: সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:০৮ পিএম  (ভিজিটর : ৯৬)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, স্বাধীনতা সংগ্রামের গৌরবকে আড়াল করে বাংলাদেশ এগোতে পারবে না। গত ৫৪ বছরে এদেশের মানুষ বারে বারে প্রতারিত হয়েছে। স্বাধীনতা সংগ্রামের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করতেই ২৪ এর গণঅভ্যুত্থান। কারও হঠকারিতার গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা।

বুধবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গণমাধ্যমে তিনি এসব কথ বলেন।

সাইফুল হক বলেছেন, আমাদের হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবকে আড়াল করে আমাদের সামনে এগোনো যাবে না।

তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের গণআকাঙ্ক্ষা বারে বারে প্রতারিত ও পদদলিত হয়েছে। মুক্তিযুদ্ধের ঘোষণা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বিপরীতে দেশকে ঠেলে দেয়া হয়েছে। পাকিস্তানি জমানার মত একদেশে দুই অর্থনীতি দুই সমাজ কায়েম হয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করতেই ২০২৪ এর গণ অভ্যুত্থান।তিনি বলেন, ২০২৪ এর গণ অভ্যুত্থানের প্রধান অংগিকার হচ্ছে বাংলাদেশ আর পুরানো ফ্যাসিবাদী জমানায় ফিরে যাবেনা।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে ন্যূনতম জাতীয় সমঝোতা বিনষ্ট করা যাবেনা। কারো কারো হঠকারিতা ও বাড়াবাড়ির কারণে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা।

প্রধান উপদেষ্টার গতকাল জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন নিয়ে অস্পষ্টতা রয়েই গেল। কেউই অপরাধের বিচার ও সংস্কারের বিরুদ্ধে নয়। এসময় ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে লক্ষ্য রেখে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এর আগে স্বাধীনতা দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে পার্টির নেতা কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, অরবিন্দু বেপারী বিন্দু, পার্টির ঢাকা মহানগর কমিটি ও ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  স্বাধীনতার গৌরব   বাংলাদেশ   সাইফুল হক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে কোম্পানির গাড়িতে ডাকাতি
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
কূটনৈতিক বাকযুদ্ধে বাংলাদেশ-ভারত

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সালথায় যুবকের লাশ উদ্ধার

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close