যথাযোগ্য মর্যাদায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় গলফ গার্ডেনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ তানভীর আহমেদ রনিসহ শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া ব্যবসায়ী, কূটনীতিক, বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত, তার পরলোকগত পিতা-মাতা এবং পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানের চিফ অর্গানাইজার ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক উইং কমান্ডার (অব.) এম মতিউর রহমান উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
কেকে/এজে