ঈদের বাজার করতে গিয়ে চুয়াডাঙ্গা বাস টার্মিনালের সান্নিকটে মুন্নার মোড়ে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে বিপুল হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে ৫ জন।
বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল হোসেন সদর উপজেলার সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিপুল, তার ভাই বিপ্লব ও বন্ধু ওয়াশিম বেপরোয়া মোটরসাইকেলযোগে ঈদের বাজার করতে চুয়াডাঙ্গা শহেরের দিকে আসছিল।
এ সময় পৌর বাস টার্মিনাল এলাকায় মুন্নার মোড়ে পৌঁছালে তাদের দ্রুতগতির মোটরসাইকেলের সাথে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা ৩ জন ও ইজিবাইকের তিনজন গুরুতরভাবে আহত হয়। এসময় পথচারীরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন।
এছাড়া আহত বাকি ৫ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৩ জনকে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক দুই মোটরসাইকেল আরোহী বিপ্লব ও ওয়াশিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এআর