জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) পৌর শহরের আক্কেলপুর-বদলগাছী রোডে অবস্থিত উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑজয়পুরহাট-২ (কালাই ক্ষেতলাল আক্কেলপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পৌর সেক্রেটারি মো. রিপন হোসেন, গোপীনাথপুর ইউনিয়ন শাখা আমির অধ্যাপক আব্দুল মজিদ, তিলকপুর ইউনিয়ন শাখা সভাপতি নজরুল ইসলাম, রুকিন্দীপুর ইউনিয়ন শাখা সেক্রেটারি মোতাসিম বিল্লাহ আপেলসহ আক্কেলপুর উপজেলা সাংবাদিকদের দুই সংগঠনের সব সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস