হাফেজ মো. আব্দুল মজিদকে আহ্বায়ক ও মো. নুরুজ্জামানকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সাতক্ষীরা জেলার ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক মো. খায়রুজ্জামান রনঞ্জু স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
মো. নুরুজ্জামানকে সদস্য সচিব করায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান ও জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. আব্দুল মজিদকে ধন্যবাদ জানান। তিনি
বলেন আমাদের এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে কালিগঞ্জ ওলামা দল আরো শক্তিশালী
হবে ইনশাল্লাহ।
আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হাফেজ মো. আব্দুল মজিদ, সদস্য সচিব মো. নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সুবহান, যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. মুরশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ক্বারী অব্দুস সাত্তারসহ ৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৪ জন সদস্য নিয়ে মোট ২১ সদস্যের কমিটি ঘোষণা করেন।
কেকে/এআর