রবিবার, ৩০ মার্চ ২০২৫,
১৬ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ৩০ মার্চ ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
জাতীয়
রোহিঙ্গা ইস্যুতে এশিয়ান নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১:৩৪ পিএম  (ভিজিটর : ৮০)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে শিয়ান লিডারদের একসঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। সাত বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে, যারা মিয়ানমারের নাগরিক। এশিয়ান লিডারদের রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করতে হবে।

ড. ইউনূস বলেন, বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের সংকট কেবল আরব বা মুসলিম উদ্বেগের বিষয় নয়, এটি একটি মানবিক সমস্যা। অন্যদিকে ইউক্রেনের অব্যাহত উত্তেজনা আমাদের বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাপক ব্যাঘাত ঘটাচ্ছে।

তিনি বলেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিচ্ছে, ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে। এমন বাস্তবতায় এশিয়াকে শক্তিশালী করার পাশাপাশি আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এসডিজি অর্থায়নের বাইরেও এশিয়ার অবকাঠামোগত বিনিয়োগ এবং দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্যের ক্ষেত্রে বৃহৎ পরিসরে বিনিয়োগ প্রয়োজন। খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে এশীয় সভ্যতা বিকশিত হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রাণবন্ত আদান-প্রদান কেবল এই অঞ্চলের উপরই নয়, বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে।

প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার জনসংখ্যাগত বিভাজন অপার সম্ভাবনা উপস্থাপন করে। ক্রমবর্ধমান কর্মশক্তি, বিশেষ করে তরুণরা উদ্ভাবন এবং উৎপাদন এগিয়ে নিতে পারে। আমাদের অবশ্যই তাদের উদ্যোক্তা এবং টেকসই সমাধানের জন্য অর্থের নিশ্চয়তা প্রদান করতে হবে। আমাদের অবশ্যই নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বাধা দূর করতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা ইস্যু   প্রধান উপদেষ্টা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
শহিদ আবু সাঈদের পরিবারকে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার দিল ছাত্রদল
ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ
মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা

সর্বাধিক পঠিত

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার
বনকর্মীদের ওপর বনখেকোদের হামলা, ভেঙ্গে দিয়েছে হাত
আদিতমারীতে জাতীয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ কাফেলার ঈদ উপহার
পটুয়াখালীতে ২২ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছে আজ
ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close