ডোমার উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালু বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ১৭ বছর ধরে আন্দোলন করেছে বিএনপি।
বুধবার (২৭ মার্চ) সন্ধায় উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে অতি তাড়াতাড়ি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চান তিনি।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন।
আরো বক্তব্য রাখেন—পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধরণ সম্পাদক মো. মোজাফফর আলী, জেলা পৌর বিএনপির সভাপতি মাহবুর রহমান, শ্রমিক দল সম্পাদক লোকমান হোসেন লাভলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরনুল হক, তাতী দলের আহ্বায়ক নয়ন প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটলেও তাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করে তুলছে। তাই সকলকে সর্তকতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
কেকে/এএম