রবিবার, ৩০ মার্চ ২০২৫,
১৬ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ৩০ মার্চ ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
গ্রামবাংলা
ঈশ্বরগঞ্জে দুস্থ পরিবারের মাঝে ৩৩৫ টন ভিজিএফের চাল বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৪:৩৭ পিএম  (ভিজিটর : ১০৭)

একটি ‘ক’ শ্রেণির পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুলফিতর উপলক্ষে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪,৬২১টি এবং উপজেলার ১১ ইউনিয়নের ২৮৮৫৪টি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ঈদ উপহারের এই চাল পেয়ে খুশি স্থানীয় নিম্নআয়ের মানুষ। জানা গেছে, চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন প্রমুখ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্র কাযার্লয় সূত্রে  জানা গেছে, পবিত্র ঈদুলফিতর উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে অসহায়, দুস্থ ও হতদরিদ্র ৩৩  হাজার ৪৭৫টি পরিবারের জন্য প্রায় ৩৩৫ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ দেয় সরকার।

এ চাল ৩৩,৪৭৫টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের সিদ্ধান্ত হয়।

ঈদে সরকারের বিশেষ বরাদ্দের চাল নিয়ে বাড়ি ফেরার পথে কথা হয় জহুরা খাতুনের সঙ্গে। তিনি বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ। ঈদের আগে ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। এখন সেমাই ও চিনি কিনতে পারব।

চাল পেয়ে আরেক উপকারভোগী হালিমা বেগম বলেন, এবার বিগত বছরের তুলনায় সুষ্ঠুভাবে চাল বিতরণ হয়েছে। চালের গুণগত মান অনেক ভালো। প্রকৃত গরিব মানুষ চাল পেয়েছে।আমার সংসারে ঈদে চালের জন্য আর চিন্তা করতে হবে না।

পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪,৬২১টি নিম্ন আয়ের পরিবারের মাঝে তিন দিনব্যাপী ভিজিএফ চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, ঈশ্বরগঞ্জ পৌরসভাসহ ১১টি ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। সুবিধাভোগীরা এসব চাল পেয়ে  খুশি মনে বাড়িতে ফিরছে। সুষ্ঠুভাবে চাল বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান ব্যক্তিবর্গ এবং উপজেলার কর্মরত সাংবাদিকরাও তদারকির দায়িত্ব পালন করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

কেকে/এএম




মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
শহিদ আবু সাঈদের পরিবারকে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার দিল ছাত্রদল
ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ
মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা

সর্বাধিক পঠিত

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার
বনকর্মীদের ওপর বনখেকোদের হামলা, ভেঙ্গে দিয়েছে হাত
আদিতমারীতে জাতীয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ কাফেলার ঈদ উপহার
ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’
পটুয়াখালীতে ২২ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছে আজ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close