ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব ও অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে গঙ্গাচড়া ইউনিয়নের দোলাপাড়ায় উপজেলা সেক্রেটারি মো. ইউনুছ আলীর বাড়ির উঠানে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মো. আনিচুর রহমান, সহসভাপতি মুফতি মাহবুবুর রহমান, সেক্রেটারি মো. ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, এবং মোজাহিদ কমিটির সভাপতি মাওলানা আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাদ্দিস শরিফুল ইসলাম ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মো. জালালুদ্দিন, সেক্রেটারি মো. আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ রাকিব হাসান উপস্থিত ছিলেন।
বিতরণকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, মানবতার কল্যাণে সব সময় কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
কেকে/এএস