বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা বলেন, দীর্ঘদিন আমাদের সাথে থাকার পরে হঠাৎ করে তারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তারা কে আপনারা তো বুঝতেই পেরেছেন। আপনারা এদের ছত্রছাঁয়ায় যাবেন না। এরা হলো ধর্মের ব্যবসায়ী। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা মানুষের জন্য রাজনীতি করি, আর মানুষের মাঝেই ধর্ম আছে।
বুধবার (২৬ মার্চ) বিকালে নওগাঁর পত্নীতলায় নজিপুর পাবলিক মাঠে পত্নীতলা থানা বিএনপি ও নজিপুর পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দলকে সুসংগঠিত করতে, আগামী নির্বাচনে জয়লাভ করতে হলে ঘরে বসে থাকবেন না। মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের কাছে যেতে হবে। মানুষকে সচেতন করতে হবে, মানুষ আমাদের সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। এ সময় তিনি নেতাকর্মীদের সমমনা দলের সঙ্গে ঐক্য গড়তে বলেন।
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ, নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, নজিপুর পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব মো. ওয়াজেদ আলী, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু।
আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, যুবদল নেতা বায়জিদ রায়হান শাহীন, পৌর বিএনপির এ জেড মিজান, শ্রমিকদল নেতা সাগর হোসেনসহ জেলা উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ। দোয়া শেষে অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত নেতাকর্মীসহ প্রায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি ও নেতৃবৃন্দ বিএনপির চলমান আন্দোলন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপের কঠোর সমালোচনা করেন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
কেকে/এএম