আসছে ঈদে জনপ্রিয় নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীব দর্শকদের জন্য নিয়ে আসছেন দুটি নাটক—‘খুশি’ ও ‘দুজন দুজনার’। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা সবকিছুই করেছেন তিনি নিজেই। নাটক দুটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান, তানজিন তিশা, সুষমা সরকার, তানজিন সায়রা তটিনীসহ আরো অনেকে।
‘খুশি’ নিয়ে নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, আমার খুবই পছন্দের একটি গল্প। চিত্রনাট্য তৈরিতে অনেক সময় লেগেছে। শুটিং স্বল্প সময়ে করলেও আমরা আগেই প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। বাজেট সংকট থাকলেও গল্পের ক্ষেত্রে কোনো আপস করিনি।
তিনি আরো বলেন, ভালো গল্প বানানোর অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জীবনের যত দুঃখ-কষ্ট, পাওয়া না পাওয়া সবকিছুই গল্পের সঙ্গে জড়িয়ে থাকে। ভালো গল্প বানানোর জন্য নির্মাতারা সবসময় চেষ্টা চালিয়ে যান।
নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিন তিশা। তাদের অভিনয় নিয়ে নির্মাতা বলেন, আমি ‘খুশি’ নাটকের চরিত্রগুলো ডাউনটোনে রাখতে চেয়েছি। আন্ডার-অ্যাক্টিং কঠিন, সবাই পারে না। তবে এই নাটকে সবাই অসাধারণ করেছে।
সুষমা সরকারের চরিত্র নিয়ে তিনি বলেন, এই চরিত্রের জন্য সুষমাকে আগেই ভাবনায় রেখেছিলাম। তার শিডিউল মেলাতে শুটিংয়ের তারিখ পিছিয়ে দিতে হয়েছিল, তবে চরিত্রের সঙ্গে তাকে মানিয়ে নেওয়ার পর মনে হয়েছে, সিদ্ধান্ত ঠিকই ছিল।
নির্মাতার মতে, যারা ‘খুশি’ দেখবে, তারা এটি মনে রাখবে। নাটকের মূল চরিত্র দর্শকদের মনে গেঁথে থাকবে। তানজিন তিশা এখন পরিপূর্ণ অভিনেত্রী। সময় পেলে তিনি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন।
ঈদে ‘দুজন দুজনার’ নামে আরো একটি নাটক নিয়ে আসছেন মারুফ হোসেন সজীব। যেখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিন সায়রা তটিনী।
তটিনীর সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, তটিনী ভালো করার প্রবল চেষ্টা করে। তাকে নিয়ে ভবিষ্যতে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করা যেতে পারে।
এবারের ঈদে নির্মাতা-অভিনেতা জনপ্রিয় জুটি মারুফ হোসেন সজীব ও খাইরুল বাসার কোনো নাটক নিয়ে আসছেন না। তবে নির্মাতা জানান, দুজন মিলে বেশ কিছু ভালো গল্পের পরিকল্পনায় রয়েছেন।
কেকে/এএম