লেবাননের দক্ষিণ বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অবস্থানসহ হিজবুল্লাহর ঘাঁটির বাসিন্দাদের স্থান ত্যাগের আহ্বান জানানোর ঘণ্টাখানেক পর বৃহস্পতিবার সেখানে এ হামলাচালায় দেশটির সেনাবাহিনী। এছাড়া লেবাননের বেকা উপত্যকা ও এর পশ্চিমে বালবেক শহরে ইসরায়েলি বিমান হামলা হয়েছে।
বুধবারের এসব ঘটনায় ৪০ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে- উত্তর-পূর্ব লেবাননের বালবেক অঞ্চলে এবং লিতানি নদীর উত্তরে অন্যান্য এলাকায় প্রায় ২০টি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলায় ৬০ জন ‘হিজবুল্লাহ সদস্য’ নিহত হয়েছে। খবর-আলজাজিরা
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বালবেক শহর ও বেকা উপত্যকায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। তবে এসব হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলের সঙ্গে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক বছর ধরে লড়াই চলছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই ওই লড়াইয়ের সূত্রপাত হয়। তবে গত সেপ্টেম্বর থেকে সংঘাত তীব্রতর হয়েছে। ইসরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা জোরদার করেছে। পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে লেবানন সীমান্তের বিভিন্ন গ্রামে।
হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতেও হামলা চালাচ্ছে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির ভিডিও ফুটেজে দক্ষিণ বৈরুতের ওপর দিয়ে ধোঁয়ার বেশ কয়েক কুণ্ডলি উড়তে দেখা যায়।
ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচায় আদ্রেই এর আগে বৈরুত বিমানবন্দরের কাছে একটি এলাকা চিহিৃত করে সোশ্যাল মিডিয়ায় মানচিত্র পোস্ট করেন। দক্ষিণ বৈরুতের আশেপাশের চারটি অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়।
লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, বুধবার দক্ষিণ বৈরুতে ৯টি ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও অস্ত্রের ডিপোসহ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
কেকে/এমআই