মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর জামে মসজিদে পবিত্র শবেকদরের রাতে নিলামে একটি ডিম ২২ হাজার ও একটি লেবু ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মির্জাপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ২২ হাজার টাকায় ডিমটি এবং ব্যবসায়ী আলতাব মিয়া ১ হাজার ৫০০ টাকায় লেবুটি কিনে নেন। মসজিদ কমিটি জানায়, একজন মুসল্লি মসজিদের দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে একটি ডিম দান করেন, যা পরে নিলামে তোলা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে মসজিদ কমিটি উন্মুক্ত নিলামের আয়োজন করে। এতে মুসল্লিরা অংশ নেন এবং একপর্যায়ে ডিমটির দাম ২২ হাজার টাকায় ওঠে। শেষ পর্যন্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সর্বোচ্চ দর দিয়ে এটি কিনে নেন। একইভাবে এক ব্যবসায়ী একটি লেবুর জন্য ১ হাজার ৫০০ টাকা দর দেন এবং সেটি তার হয়ে যায়।
ক্রেতারা জানান, তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিলামে অংশ নিয়েছেন। জাহাঙ্গীর আলম বলেন, এ ডিম কিনতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন, কারণ এটি তার আখেরাতের জন্য কল্যাণ বয়ে আনবে।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ এটিকে ধর্মীয় আবেগ ও দানের মহৎ দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ এত বেশি দামে ডিম ও লেবু কেনাকে অবিশ্বাস্য মনে করছেন।
প্রসঙ্গত, গত বছর একই মসজিদে শবেকদরের রাতে নিলামে একটি ডিম ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছিল, যা কিনেছিলেন ব্যবসায়ী সালেহ আহমদ। এবারের নিলামে সেটির রেকর্ড ভঙ্গ হয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়া হবে, যাতে মসজিদের উন্নয়নে আরও তহবিল সংগ্রহ করা সম্ভব হয়।
কেকে/এএস