নওগাঁর পত্নীতলায় ব্যস্ত সময় পার করছেন দর্জির কারিগররা। পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদে নতুন জামা পরা অনেক দিনের ঐতিহ্য। ঈদে চাই নতুন জামা।
অন্য ধর্মীয় উৎসবের তুলনায় এই ঈদে সবাই নতুন কাপড় পরার চেষ্ঠা করেন। বিভিন্ন গ্রাম ও উপজেলা শহর ঘুরে দেখা যায়, প্রতিটি টেইলার্সে অর্ডার পাচ্ছেন কারিগররা। এবার ঈদের অর্ডার বেশ ভালো। নজিপুর শহরের শিল্পী টেইলার্সের স্বত্বাধিকারী মস্তানূর রহমান (৫৪) বলেন, এবার ঈদের আগে অর্ডার বেশ ভালো।
এ পর্যন্ত আমি প্রায় ২৫০টি পাঞ্জাবি, ২৫০টি পায়জামা, ২১০টি শার্ট, ২৫২টি প্যান্টসহ অন্য পোশাক তৈরির অর্ডার পেয়েছি। আশা করি আরো অর্ডার আসবে। দর্জি কারিগর আব্দুর রাজ্জাক (৬২) বলেন নজিপুর বাসস্ট্যান্ডে প্রায় ২০টি টেইলার্স রয়েছে, এবং দর্জি কারিগর রয়েছে প্রায় ৬০ জন।
কাস্টমার বাবলু (২৫) বলেন তৈরি পোশাক পরতে বেশ ভালো লাগে তাই পোশাক তৈরি করার জন্য টেইলার্সে এসেছি। নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের মহিলা দর্জি শাহিনা (৪২) বলেন এবার মহিলাদের পোশাক তৈরির অর্ডার বেশ ভালো। এ ঈদে ২-৩ হাজার টাকা আমার আয় হবে। ঈদের আগের দিন পর্যন্ত অর্ডার নেওয়া যাবে।
কেকে/ এএস