পাবনার ভাঙ্গুড়ায় ভিমরুলের কামড়ে খোকন আলী (৩৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো দুই কিশোর। বর্তমানে তারা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা পরিষদ সংলগ্ন হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খোকন ফরিদপুর উপজেলার বিএলবাড়ী মহাজিরপাড়া গ্রামের আব্দুল কাদের বাঘের ছেলে। পেশায় তিনি অটো ভ্যানচালক।
আহতরা হলেন ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের আলমের ছেলে আকাশ (১৬) ও আবু বক্করের ছেলে সৈকত (১৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন হেলিপ্যাড এলাকায় ভ্যানে যাত্রী নামিয়ে ফিরছিলেন খোকন। হঠাৎ রাস্তার পাশে থাকা ভিমরুল তাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা খোকনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে আকাশ ও সৈকত কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় হেলিপ্যাড এলাকায় পৌঁছালে তাদের দুজনকে ভিমরুল আক্রমণ করে।
উপজেলা মেডিকেল অফিসার (আরএমও) ডা. আল আমিন হোসেন বলেন, হাসপাতালে দেরি করে আনায় ভিমরুলের কামড়ে অতিরিক্ত বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে। দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত নন। তবে খোঁজ খবর নেবেন বলে তিনি জানান।
কেকে/এএস