জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় মনোয়ারা রকিব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
চরপাকেরদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন যৌথভাবে এই ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল, ৫০০ গ্রাম তেল, ১ চিনি, দুধ, সেমাই ও সাবান।
ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিনের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গুনারিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস প্রমুখ।
এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ চানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
কেকে/এএস