রাজধানীর উত্তরায় বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন নামে একটি সংগঠন কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা পূর্ব থানার সামনে এই মানববন্ধন পালিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে সংগঠনের নেতারা কয়েক দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মুফতি শফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সরকার ও তার পান্ডা বাহিনী কর্তৃক গত ১৫ বছরে যে জুলুম নির্যাতন চালানো হয়েছে তার সঠিক বিচার করতে হবে, শেখ হাসিনার ধূসর ও দিল্লির এজেন্ডা বাস্তবায়নকারী গণমাধ্যম দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার বন্ধ করতে হবে। এই দুটি পত্রিকা গত ১৫ বছর আলেম সমাজদের উপর কাল্পনিক তকমা লাগিয়ে জঙ্গি গোষ্ঠীতে পরিণত করার অপপ্রয়াস চালিয়েছে। যার ফলশ্রুতিতে বহু আলেম-ওলামা এখনো কারাবরণ করছেন, অনেকে শহীদ হয়েছেন, শাপলা চত্বরে হেফাজতের উপরে নির্বিচারে গুলি বর্ষন যার জ্বলন্ত প্রমাণ।
এ সময় সংগঠনের উপদেষ্টা মাওলানা ইসহাক খান তার বক্তব্যে বলেন, এই ফ্যাসিস্ট সরকার তার এজেন্ডা বাস্তবায়নকারীরা এখন আমাদের মধ্যেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা রয়েছে। সচিবালয় থেকে শুরু করে প্রশাসনিক দপ্তর সহ পাড়া মহল্লার প্রতিটি কমিউনিটিতে তারা এখনো বহাল তবিয়তে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই দেশে কখনোই শান্তি ফিরে আসবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার তাজ উদ্দিন আহমেদ তানভীর বলেন, রাজউকের বিভিন্ন দপ্তরে এখনো বহাল তবিয়তে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, এরা প্রতিনিয়ত পূর্বের ন্যয় ঘোর অন্যায় ও দুর্নীতি চালিয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তরা রাজউক অফিসের প্রকৌশলী মোবারক হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ঘুষ-বানিজ্যের অভিযোগ রয়েছে, তার ঘুষের দাবিতে অসম্মতি জানালে তুরাগের একটি মসজিদের অনুমোদন দেননি তিনি বলেও মন্তব্য করেছেন তিনি। এসব ফেসিস্টদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
কেকে/এমআই