হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবাল এখন বাসায় ফিরে গেছেন। সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে খেলার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে তামিমকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়, এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই নাফিস ইকবাল। তিনি জানান, তামিম বর্তমানে বাড়িতেই বিশ্রামে আছেন।
মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম। কেপিজে হাসপাতালে ইসিজি করার পর ঢাকায় আসার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছিল, তবে তামিমের শারীরিক অবস্থা তাতে অনুকূলে ছিল না।
পরে কেপিজে হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় এবং হার্টে একটি রিং পরানো হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে।
চিকিৎসকদের মতে, তামিমকে সুস্থ হতে ও স্বাভাবিক জীবনে ফিরতে কমপক্ষে তিন মাস সময় লাগবে। এই সময় তিনি বাড়িতে বিশ্রামে থাকবেন এবং কিছু স্বাস্থ্য বিধি অনুসরণ করবেন।
কেকে/এএম