শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৬টি ট্রাক জব্দ, ১৩টি ড্রেজার মেশিন অপসারণ, ১৫টি স্থাপনা/মাচা, অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল হতে রাত পর্যন্ত উপজেলার গোবিন্দনগর, খালপাড় এলাকায় ওই অভিযান পরিচালনা করা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
সূত্র জানায়, ভোগাই নদীর ইজারা বহির্ভূত গোবিন্দনগর, খালপাড় এলাকার দুই পাড়ের তীর ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এতে ওই গ্রামের নদীর পাশের বসতবাড়ি নদী ভাঙনের ঝুঁকিতে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।
কেকে/এএস